নির্বাচনে ‘অযাচিত হস্তক্ষেপে’ ঢাবির ৮ শতাধিক শিক্ষকের উদ্বেগ

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে চিঠি দিয়েছে, তা সব ধরনের ‘শিষ্টাচার লঙ্ঘন’ বলে শিক্ষকরা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 10:01 AM
Updated : 15 Nov 2023, 10:01 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি আন্তর্জাতিক মহল ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে জানিয়ে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক।

আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারের সই করা বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান শিক্ষকরা।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ ৮২৫ জন শিক্ষকের নাম রয়েছে।

দেশের তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে চিঠি দিয়েছে, তা সব ধরনের ‘শিষ্টাচার লঙ্ঘন’ করেছে বলে শিক্ষকরা জানান।

একইসঙ্গে গত ৩১ অক্টোবর জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের ‘বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদ’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা।

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের পদক্ষেপ মানুষ হত্যা, ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যারা তৎপর, তাদেরকে উৎসাহিত করবে।”

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের নিঃশর্ত সংলাপ চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে এ বিষয়ে চিঠি দিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে দেওয়া হয়েছে এ বিষয়ে দূতিয়ালির দায়িত্ব। 

নির্বাচন নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের আলোচনায় বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা কয়েকটি রাজনৈতিক দল অংশ না নিয়ে গণতন্ত্র ও নির্বাচনি বিধিব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে বলে জানান শিক্ষকরা।

“এমন পরিস্থিতিতে নির্বাচনি তফসিল ঘোষণার প্রাক্কালে একটি দেশের রাষ্ট্রদূত সকল ধরনের শিষ্টাচার লঙ্ঘন করে সেদেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলকে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি বিতরণ করেছেন বলে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।”

বিবৃতিতে শিক্ষকরা বলেছেন, “রাষ্ট্রদূতের পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের ওপর 'ভিসানীতি’ প্রয়োগের পুরনো হুমকি ব্যক্ত করা হয়েছে। স্মরণযোগ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পক্ষাবলম্বন করে অস্ত্র সরবরাহের মাধ্যমে গণহত্যায় সহযোগিতা করেছিল। একই ধারাবাহিকতায় তাদের নীতি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে রসদ যুগিয়ে চলেছে।

“বিএনপি-জামায়াতের সরকার পতনের এক দফার আন্দোলনে জনসমর্থন না পেলেও উক্ত দেশের রাষ্ট্রদূতের পক্ষপাতমূলক আচরণে উৎসাহিত হয়ে তারা আন্দোলনের নামে সহিংসতা চালিয়ে যাওয়ার প্রয়াস পাচ্ছে।”

স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশের নির্বাচন কমিশন ও সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান ঢাবির শিক্ষকরা।

Also Read: সমঝোতার চেষ্টায় সাদা পতাকা হাতে দূতিয়ালিতে যুক্তরাষ্ট্র

Also Read: সংলাপের চিঠি নিয়ে মাথাব্যথা নেই ইসির