দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর পরপরই জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার রাত ১০টার দিকে টিএসসি সংলগ্ন ডাস ও রোকেয়া হলের যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে। ওরা পরপর পাঁচটা ককটেল বিস্ফোরণের চেষ্টা করেছে। চারটা বিস্ফোরিত হয়েছে। একটা বিস্ফোরিত হয়নি।
এ ঘটনায় প্রক্টরিয়াল টিমের কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ছাত্রলীগ টিএসসির রাজু ভাস্কের্যের সামনে তফসিল ঘোষণা নিয়ে আনন্দ মিছিল করে। মিছিল পরবর্তী সমাবেশ শেষ করে তারা চলে যাওয়ার পর রাত ১০টার দিকে টিএসসি সংলগ্ন ডাস ও রোকেয়া হলের যাত্রী ছাউনির সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীদের একজন ছাত্রলীগের মাদরাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, “আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। এর মধ্যে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে তিনটা ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ ঘটিয়ে তিনজনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতেনাতে ধরে ফেলি।”
এই ছাত্রলীগ নেতা জানান, আটক তিনজন নিজেদের নাম বলেছে- বখতিয়ার চৌধুরী শাহিন, নুর মোহাম্মদ সিকদার ও রবেল। তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় সনাক্তে কাজ করছে।