বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ১ হাজার ৮৫০ জন শিক্ষার্থীকে বরণ করা হয় অনুষ্ঠানে।
Published : 13 Feb 2025, 05:04 PM
চলতি বছরের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের প্রায় ১ হাজার ৮৫০ জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান।
সভাপতির বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনরাও নবীনদের উদ্দেশে নিজ নিজ অনুষদের সম্ভাবনা নিয়ে কথা বলেন। নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
পরে বিভাগভিত্তিক অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।