সংবিধানের আলোকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে কোটা সংস্কারের রূপ নির্ধারণ করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ সংগঠন।
Published : 17 Jul 2024, 09:31 AM
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চার দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
মঙ্গলবার দিনভর সংঘর্ষে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অন্তত ছয়জন নিহত হন। পরে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
রাতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে, গুলি করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
সংবিধানের আলোকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে কোটা সংস্কারের রূপ নির্ধারণ করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ সংগঠন।
বিবৃতিতে বলা হয়েছে, "ছাত্রলীগ নামধারী বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে অনুপ্রবেশ ও ত্রাস সৃষ্টির ঘটনার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই ও আর কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।"
একইসাথে শিক্ষার্থীরা যাতে নিরাপদে ছাত্রাবাসে থাকতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।