ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হয়।
Published : 22 Feb 2024, 06:27 PM
নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে আফতাবনগর এলাকায় প্রভাত ফেরি এবং ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব ‘অবিনশ্বর বাহান্নো’ শিরোনামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।