“এতদিন পর কাঙ্ক্ষিত উপাচার্য পেয়েছি, তার ওপর কিছু দিনের জন্য আমাদের আস্থা রাখতে হবে,” বলেন জগন্নাথ ছাত্রদল সভাপতি।
Published : 08 Nov 2024, 12:20 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেরানীগঞ্জে তাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবি তুললেও বিষয়টি নিয়ে বর্তমান উপাচার্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিল ছাত্রদল।
দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেছেন, “আমরা এতদিন পর কাঙ্ক্ষিত উপাচার্য পেয়েছি, তার ওপর কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য আমাদের আস্থা রাখতে হবে।
“তার ওপর আস্থা রেখে আমরা দেখতে চাই, তিনি লেজুরবৃত্তিক কাজ করেন নাকি শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ করেন। নির্দিষ্ট সময় পর উনি উনার জায়গায় ব্যর্থ হলে, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনে নামব।”
আগের উপাচার্যদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, “তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ চিন্তা করেননি। এখন আমরা যেহেতু আমাদের চাহিদা অনুযায়ী নতুন উপাচার্য, কোষাধ্যক্ষ পেয়েছি, সেহেতু আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন হোক। আমাদের কথা হচ্ছে আমরা দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন দেখতে চাই।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আসাদুজ্জামান।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্টার ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন। নতুন উপাচার্য নিয়োগ পান এ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম।
কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়াসহ তিন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা দাবি বাস্তবায়নে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েও বিক্ষোভ করেন।
এর মধ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২১ দফা প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতাকর্মীরা। সেসময় শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবি সংক্রান্ত এক প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের ওপর আস্থা রাখার পরামর্শ দেন সংগঠনটির জবি শাখা সভাপতি।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ বাতিলেরও দাবি জানান তিনি।
পুরনো খবর-
প্রশাসনিক ভবনে তালা দিয়ে জগন্নাথ শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি শ
জগন্নাথে রাজনীতি নিষিদ্ধের 'মৌখিক' ঘোষণা