পাঁচ দিনের এই টুর্নামেন্টে ৪০টিরও বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
Published : 24 Dec 2024, 06:05 PM
বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বৃহস্পতিবার।
পাঁচ দিনের এই টুর্নামেন্ট শুরু হয় গত ১৯ ডিসেম্বর। ৪০টিরও বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেয়।
ছেলেদের একক, ছেলেদের দ্বৈত, মেয়েদের একক, মেয়েদের দ্বৈত, মিশ্র দ্বৈত এবং শিক্ষক-প্রশাসনের দ্বৈত মিলে ছয় ক্যাটাগরিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। পৃষ্ঠপোষকতা করছে ইলেক্ট্রোলাইট ড্রিংক এসএমসি প্লাস।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও আরটিভি।