নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
Published : 05 Feb 2024, 08:53 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে; অব্যাহতি দেওয়া হয়েছে পাঁচজনকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এসব অব্যাহতি ও নিয়োগের তথ্য জানানো হয়েছে।
নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নোমান মাহফুজ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর রায়, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মনির হোসেন এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মনিরা জাহান সুমি।
সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহি, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেনকে।
নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা অন্যান্য ভাতা পাবেন বলে আদেশে বলা হয়েছে।