পরে হলে 'সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ'- এমন একটি বিবৃতি প্রাধ্যক্ষের কাছ থেকে সই করিয়ে নেন শিক্ষার্থীরা।
Published : 17 Jul 2024, 03:11 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল ছাড়তে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে আতিকাসহ অন্যদের বের করে দেন তারা।
রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হয়রানি করার চেষ্টা করা হলে আতিকাসহ ৯ জনকে ধাওয়া করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে হলের ফটক থেকে প্রক্টিরিয়াল টিম এসে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান।
এসময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে 'ছাত্র রাজনীতির ঠিকানা, রোকেয়া হলে হবে না' স্লোগান দিতে থাকেন।
পরে রোকেয়া হলে 'সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ'- এমন একটি বিবৃতি প্রাধ্যক্ষের কাছ থেকে সই করিয়ে নেন তারা।
বিবৃতিতে লেখা হয়, “আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭-০৩-২০১৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত- শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হল।
"কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না। কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টাকে নিতে হবে।আজ থেকে রোকেয়া হলজে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।"
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিলুফার পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।”
আরও পড়ুন
ত্রিমুখী অবস্থানের মধ্যে ঢাবিতে কোটাবিরোধীদের কর্মসূচি স্থগিত