যোগদানের তারিখ থেকে তারা আগামী চার বছর এই দায়িত্বে থাকবেন।
Published : 23 Sep 2024, 06:48 PM
চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচর্য নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে তিনজনই ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষক।
এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাজিড বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শুচিতা শরমিনকে করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারমিসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদ।
এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এসএম আব্দুল আওয়াল।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তারা আগামী চার বছর এই দায়িত্বে থাকবেন।
চবিতে দুই উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। আর উপ-উপাচার্য (প্রশাসন) নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন।
রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়ায় উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনরা পদত্যাগ করতে শুরু করলে একরকম অভিভাবকহীন হয়ে পড়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। সে সব পদে নতুন মুখ বসাচ্ছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লাসহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসানো হয়েছে।