এ পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি; যেজন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Published : 28 Dec 2024, 08:52 PM
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে রোববার।
এ পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি; যেজন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২১ জানুয়ারি। ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
দেশের তিনটি সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৪৫টি আসন।
বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং ১৬টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীকে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয়দের ক্ষেত্রে এ দুটি পরীক্ষায় মোট জিপিএ হতে হবে ৮। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ এর কম হবে না।