বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে আইইউবি কর্তৃপক্ষ।
Published : 28 Sep 2024, 07:36 PM
চলতি বছরের শরৎ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করার কথা জানিয়েছে আইইউবি কর্তৃপক্ষ।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখার সহকারী পরিচালক প্রিয়াংকা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে ভর্তি ও অর্থ শাখার প্রধান লিমা চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও কালাকানুন তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, নিয়ম, নীতিমালা অবহিত করেন। শিক্ষার্থীদের কার্যক্রম শাখার প্রধান আতিফ মো. শাফি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ও ক্লাব কার্যক্রম’ নিয়ে কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও উদ্যোগ অনুষদের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ, প্রকৌশল, প্রযুক্তি ও বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হাবিব বিন মুজাফফর, পরিবেশ ও জীবনবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহ এম ফারুক, লিবারেল আর্টস ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ, ফার্মেসি ও জনস্বাস্থ্য অনুষদের ডিন অধ্যাপক জে এম এ হান্নান, আইন অনুষদের ডিন মো. নাজমুজ্জামান ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।