হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Published : 16 Jan 2025, 11:51 PM
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর হামলা চালানো 'স্টুডেন্ট ফর সভরেন্টি' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
"হামলায় জড়িত সংগঠনটির শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও।”
বিবৃতিতে বলা হয়, “স্টুডেন্ট ফর সভরেন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই।"
হামলার জন্য পুলিশকেও দায়ী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিবৃতিতে বলা হয়, “জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।"
নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।
এর প্রতিবাদে গত বুধবার বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়। নিজ নিজ কর্মসূচি পালনে উভয়পক্ষ বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে পৌঁছালে সংঘর্ষ শুর হয়। এ ঘটনায় ৩৩ জন আহত হয়েছেন বলে দুই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।