জবিতে মঙ্গলবারের অনলাইন ক্লাস আর থাকছে না

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গতবছর ৪ অগাস্ট থেকে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 08:47 AM
Updated : 23 May 2023, 08:47 AM

বিদ্যুৎ সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, তা আর থাকছে না।

আগামী ১ জুলাই থেকে আগের মতো সব ক্লাসই শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষে নেওয়া হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

“প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস শুরু হবার পর শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহন সুবিধা চালু থাকবে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গতবছর ৪ অগাস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছিল।