অধ্যাপক নুরুল আবসার বিশ্ববিদ্যালয়ের জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Published : 11 Jun 2024, 08:43 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসার।
তিনি বিদায়ী উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অধ্যাপক নুরুল আবসার এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে যোগদান উপলক্ষে মঙ্গলবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, চার অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্ব পেয়ে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সিআইইউকে স্মার্ট ও আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।