প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ খানের স্মরণে আইইউবিতে সভা

অনুষ্ঠানে আব্দুল মজিদ খান সম্পাদিত ‘অ্যান ইন্ট্রোডাকটোরি রিডার: বাংলাদেশ ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2024, 01:41 PM
Updated : 6 March 2024, 01:41 PM

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল মজিদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা করেছে বিশ্ববিদ্যালয়টি।

আইইউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আব্দুল মজিদ খানকে নিয়ে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, উপাচার্য, উপ-উপাচার্য, সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

গত বছরের ২৬ এপ্রিল ৯৪ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মজিদ খান।

অনুষ্ঠানে আব্দুল মজিদ খান সম্পাদিত ‘অ্যান ইন্ট্রোডাকটোরি রিডার: বাংলাদেশ ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মূল অনুষ্ঠান শুরু আগে আইইউবি’র ডিএমকে বিল্ডিংয়ের নিচতলায় মজিদ খানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রতিকৃতি উন্মোচন করেন আইইউবির ট্রাস্টিরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে মজিদ খানের স্মৃতির প্রতি নিবেদিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে আইইউবির ট্রাস্টি, সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তির স্মৃতিচারণ স্থান পেয়েছে।