সভায় বোর্ড সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
Published : 19 Feb 2024, 05:56 PM
সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। সভায় একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রতিবেদন পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বোর্ড সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।