ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
Published : 02 Nov 2024, 08:01 PM
অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে শিক্ষার্থী প্রতিনিধি রেখে কমিশন গঠনসহ কয়েকটি দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় শনিবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে আগামী রোববার ও সোমবার তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের একজন জাকারিয়া বারী সাগর বলেন, “সাত কলেজ নিয়ে যেকোনো চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ‘অবিবেচক বক্তব্য’ প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
“এসব দাবিতে আগামী রোববার ও সোমবার সাত কলেজে অভ্যন্তরীণ সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। একই সঙ্গে সব ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই সময়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করব।”
তিনি বলেন, “বিভিন্ন মহল উপস্থাপন করার চেষ্টা করেছে যে, সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষকবৃন্দের বিপক্ষে, অথবা বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রতিপক্ষ। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিপক্ষ কেউই নয়, তাদের প্রতিপক্ষ কেবল একটি সিন্ডিকেট। সাত কলেজকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে।
“ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জ্ঞানী ও গুণিজন আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে। আমরা সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সাধুবাদ জানাচ্ছি। দেশের সকল মহলকে আমাদের শিক্ষা বৈষম্য দূর করার জোর দাবি জানাচ্ছি এবং সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরেই নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি উঠেছে।
অধিভুক্ত সাত কলেজের দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ‘প্রশাসনিক ব্যবস্থা’ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ধরনের আলোচনা করেনি উল্লেখ করে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আগের দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, এই সাত কলেজের দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, “এই প্রস্তাব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের ইতিপূর্বে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টাবৃন্দসহ সরকারের বিভিন্ন উচ্চমহলে আলাপ করেছে।
“সরকারও বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ প্রধান অংশীজনদের নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে (সম্ভাব্য তারিখ আগামী রোববার) এ বিষয়ে একটি জরুরি বৈঠক আয়োজনের ব্যাপারে সরকার সম্মত হয়েছে।”