“৫ অগাস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি মহল স্বার্থ হাসিলে লিপ্ত।”
Published : 21 Apr 2025, 01:08 AM
প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যা ‘পরিকল্পিত’ কিনা, তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার রাত সাড়ে ৯টায় এসব শিক্ষার্থী ভিসি চত্বরে গায়েবানা জানাজা আদায় করেন। এরপর ক্যাম্পাসে মিছিল করেন তারা। মিছিল শেষ হয় মল চত্বরে গিয়ে।
সেখানে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, “আমরা সরকারের কাছে আহ্বান জানাব, পারভেজকে `টার্গেটেড কিলিং' করা হয়েছে কিনা, সেটা তদন্ত করতে হবে।
“আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি। বেশকিছু খুনি আইডেন্টিফাই হয়েছে, এদের মধ্যে দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদধারী।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনের সময় কথা হয়েছিল, আন্দোলন সফল হলে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে এ সংগঠন ভেঙে দেওয়া হবে।
“তবে দুঃখজনক হলেও সত্য, ৫ অগাস্টের পর এ সংগঠনের নাম ব্যবহার করে একদল কুচক্রি মহল স্বার্থ হাসিলে লিপ্ত রয়েছে।”
শনিবার বিকালে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ খুন হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “ক্যাম্পাসগুলোতে লাশের রাজনীতি বন্ধ করতেই আমরা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলাম।
“অথচ ৫ অগাস্টের পর সেই আগের মতই দেখা যাচ্ছে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে খুন করে ফেলা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় মানবিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ দরকার।”