অথচ দেশের বাজারে এখন প্রতি কেজি চিনি ১৩০ টাকা থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
Published : 14 Jun 2023, 07:35 PM
দেশে চিনির দাম বাড়তে বাড়তে যখন প্রতি কেজি ১৩০ টাকা অতিক্রম করেছে, ঠিক সেই সময় সিঙ্গাপুরের এক ঠিকাদারের কাছে ৫১ টাকা ৬২ পয়সা দরে চিনি পেয়েছে সরকারের বিপণন সংস্থা টিসিবি।
দেশের বন্দরে পৌঁছানোর পর প্রতি কেজি চিনিতে প্রায় ৩৫ টাকার শুল্ক যোগ হবে। টিসিবি সেই চিনি ভর্তুকিতে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে নিম্ন আয়ের মানুষের কাছে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য ১২ হাজার ৫০০ টন চিনি এবং ৮০ লাখ টন সয়াবিন তেল কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তাতে মোট ব্যয় হচ্ছে ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান টিসিবির এই কেনাকাটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রিন্সিপাল স্মার্ট মেট্রিস প্রাইভেট লিমিটেড ১২ হাজার ৫০০ টন চিনি সরবরাহের কাজটি পেয়েছে। প্রতি টন চিনির দাম ধরা হয়েছে ৪৭৭ দশমিক ৯৪ ডলার।
সেই হিসাবে মোট খরচ হবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ ডলার; বাংলাদেশি মুদ্রায় ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। সেই হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ৫১ টাকা ৬২ পয়সা।
বাংলাদেশের বাজারে এখন প্রতিকেজি চিনি ১৩০ টাকা থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সরকারি নির্ধারিত মূল্য ১২০ টাকা থেকে ১২৫ টাকা। পরিশোধন মিলগুলো আবারও দাম বাড়াতে চান বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, টিসিবি জন্য উন্মুক্ত দর পদ্ধতিতে সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। তাতে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ দশমিক ৩৭ টাকা। মোট খরচ হবে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানান, আন্তর্জাতিক বাজার থেকে চিনি কেনাকাটার ক্ষেত্রে এবার গত কয়েক সপ্তাহের তুলনায় কম দাম পাওয়া গেছে।
ওই চিনি দেশে এলে তা দেশের বাজারে দাম কমাতে ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।