“উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”
Published : 31 Jan 2024, 07:07 PM
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ মালিবাগ বাজার রোডের সারিনা পয়েন্টে নতুন আউটলেট চালু করেছে।
বুধবার দুপুরে স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত হবে।”
স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, “উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টর এবং সারিনা আলম কনস্ট্রাকশনের সিইও মো. শামসুল আলম সুমন, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, হেড অফ রিজিওনাল সেলস অপারেশন্স জায়েদ ইমামসহ অনেকে।