কেনাকাটা, মোবাইল রিচার্জ, বিল পরিশোধসহ নানারকম লেনদেন করা যাবে এই অ্যাপ দিয়ে।
Published : 20 Nov 2023, 12:02 AM
ভ্রমণ সেবাদাতা সংস্থা শেয়ার ট্রিপ নিজেদের চতুর্থ বর্ষপূর্তিতে লেনদেনের নতুন একটি অ্যাপ চালু করেছে, যা দিয়ে কেনাকাটা, মোবাইল রিচার্জ, বিল পরিশোধসহ নানাভাবে লেনদেন করা যাবে।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘এসটি পে’ অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেইসঙ্গে স্টার্টআপ কোম্পানি শেয়ার ট্রিপে সরকারের কোম্পানি স্টার্টআপ বাংলাদেশের (এসবিএল) বিনিয়োগ অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।
এ অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইন্স, ট্র্যাভেল এজেন্সিসহ ব্যাবসার অংশীদারদের সংবর্ধনা দেয় শেয়ার ট্রিপ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “গত ১০ বছরে আড়াই হাজার সফল স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে এবং তারা (শেয়ার ট্রিপ) এক বিলিয়ন ডলারের বিদেশিক বিনিয়োগ সংগ্রহ করেছে। এরপর প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের সরকারি অর্থায়নে একটি ‘ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি’ গঠনের পরামর্শ দেন।
“এরপর স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) গঠন করা হয়। তিন বছর আগে যখন আমরা এসবিএল গঠন করলাম, তখন আমাদের ধারণা হয়েছিল, আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা ‘স্টার্টআপ’ কোম্পানিতে বিনিয়োগে উৎসাহী নন। কারণ স্টার্টআপদের একটু ভিন্ন ধরনের বিনিয়োগ প্রয়োজন হয়। ব্যাংক অথবা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো স্টার্টআপদের পেছনে বিনিয়োগের ঝুঁকি নিচ্ছিল না।”
গত তিন বছরে ২৮টি স্টার্টআপ কোম্পানিতে ১০০ কোটি টাকার মত বিনিয়োগ করার কথা জানিয়ে পলক বলেন, “এরপর গত বছর আমরা শেয়ারট্রিপে পাঁচ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিই এবং গত এক বছরে তারা ১৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শেয়ারট্রিপের এই সাফল্য স্টার্টআপ বাংলাদেশের সাফল্য, সরকারের আইসিটি বিভাগের সাফল্য।”
স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সামি আহমেদ বলেন, গত বছরই শেয়ার ট্রিপের রেভিনিউ ছিল ৪০০ কোটির ঘরে, এ বছর তা সাড়ে নয়শ কোটিতে দাঁড়িয়েছে। চার বছরে এ কোম্পানি ৬ হাজার ট্র্যাভেল এজেন্টকে সেবা দিয়েছে, পাশাপাশি ২০ হাজার কর্মসংস্থান তৈরি করেছে।
শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ অ্যাপ ব্যবহারকারীরা এখন জীবনকে আরও সহজ করে তুলবে এমন নতুন ফিচার ব্যবহার করার সুযোগ পাবেন। এসটি পে'র মাধ্যমে এখন খুব সহজেই অনলাইনে উপহার হিসেবে ভাউচার কেনা বা পাঠানো, নানা ধরনেরর ব্র্যান্ড থেকে কেনাকাটা, ফোনে ব্যালেন্স রিচার্জ করা, বিদ্যুৎ, গ্যাস, পানি বা ইন্টারনেটের বিল দেয়া যাবে। অ্যাপ থেকে এখন মাত্র এক ট্যাপ দূরেই রয়েছে এসটি পেসহ পেমেন্টের অন্যান্য মাধ্যম।”