তিনি অবসরে যাওয়া মুস্তাকীম বিল্লাহ ফারুকীর স্থলে আসছেন।
Published : 16 May 2024, 12:05 AM
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
তিনি মুস্তাকীম বিল্লাহ ফারুকীর স্থলে আসছেন। ফারুকী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে গত ১১ মে অবসরে গেছেন।
১৯৯১ সালের নবম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি বিভিন্ন জেলায় ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ভোলা ও নোয়াখালীতে ডিসি ছিলেন।
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর।
বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন তিনি।