বার্জারের আয়োজনে স্থাপত্য বিষয়ক দশম সাইকেলের প্রদর্শনী শুরু

প্রদর্শনী ৬ জুন পর্যন্ত দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 04:55 PM
Updated : 1 June 2023, 04:55 PM

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের (বিএইএ) দশম সাইকেল প্রদর্শনী শুরু হয়েছে,

যা ৬ জুন পর্যন্ত দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বার্জার।

প্রদর্শনীতে পাঁচটি স্থাপত্য প্রকল্প তাদের অসামান্য গুণমান এবং প্রাসঙ্গিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য প্রশংসিত ও পুরস্কৃত হয়।

পুরস্কাদ বিজয়ীরা হলেন- স্থপতি জিশান ফুয়াদ চৌধুরীর (জ্যানাস আর্কিটেক্টস) 'নির এ ভ্যাকেশন হাউস', স্থপতি মো. ইশতিয়াক জহির ও স্থপতি ইকবাল হাবিবের (ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড) বন এর বাড়ি (এ ফরেস্ট রিট্রিট), স্থপতি খান মো. মুস্তাফা খালিদের (ভিস্তারা আর্কিটেক্টস লিমিটেড) র‌্যাংগস ব্যাবিলোনিয়া, স্টুডিও মরফোজেনেসিস লিমিটেডের স্থপতি শাহলা করিম কবির এবং স্থপতি শুভ্র শোভন চৌধুরীর দ্য স্টেটসম্যান, চর্চা স্থপতিজোগের স্থপতি রুম্মান মাশরুর চৌধুরী ও স্থপতি শুভ্রা দাসের 'হাইড্রোপড ইন্টিগ্রেটেড ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড প্লেস্কেপ ফ্যাসিলিটিজ ইন হিল ট্র্যাক্টস'।

পাশাপাশি স্থাপত্যে জীবনব্যাপী অবদানের জন্য বার্জার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন স্থপতি মোবাশ্বের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিএইএ উৎকর্ষের ২০ বছরশীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রূপালী চৌধুরী এতে উপস্থিত ছিলেন।