‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি পেল হাতিল

৯০টি দেশের পণ্যবাজার ও ব্র্যান্ড নিয়ে গবেষণা করে ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইড’ এই স্বীকৃতি দেয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2023, 12:38 PM
Updated : 12 Feb 2023, 12:38 PM

ফার্নিচার শিল্পে সাফল্যের জন্য ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি পেয়েছে ফার্নিচার ব্র্যান্ড হাতিল।

শনিবার রাজধানীর এক হোটেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো জয়।

হাতিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯০টি দেশের পণ্যবাজার ও ব্র্যান্ড নিয়ে গবেষণা করে ‘সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইড’ এই স্বীকৃতি দেয়।

হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, “এই স্বীকৃতি হাতিলের গ্রাহকদের প্রকৃত ভালোবাসার প্রতিফলন। হাতিল বাংলাদেশের ফার্নিচার মার্কেটে ট্রেন্ড হয়ে উঠেছে। দেশীয় বাজারের পাশাপাশি ইউএসএ, কানাডা, ইউএই, সৌদি আরব, ভারত, এবং ভুটানে হাতিল ফার্নিচার রপ্তানি হচ্ছে।"

সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, হাতিলের বিপণন পরিচালক মাহফুজুর রহমান ও মশিউর রহমান, উৎপাদন ও পরিকল্পনা পরিচালক শফিকুর রহমান ও মুশফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।