শুরুতে এ ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও ইলেকট্রিক ফ্যান পাওয়া যাবে।
Published : 18 Mar 2023, 10:46 PM
ইতালির পঞ্চাশ বছরেরও বেশি পুরনো কোম্পানি এসিসি’র পণ্য বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত শুরু করার কথা জানিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ওয়ালটন।
সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে কোম্পানির ডিএমডি ইভা রিজওয়ানা নিলু এসিসি ব্র্যান্ডের পণ্য উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শুরুতে এসিসি ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও ইলেকট্রিক ফ্যান পাওয়া যাবে।
“দেশীয় গ্রাহকরা ইউরোপীয় স্ট্যান্ডার্ড, ডিজাইন, ফিচার ও কোয়ালিটির এসিসি’র পণ্যে প্রকৃত আন্তর্জাতিক ব্র্যান্ড ব্যবহারের সুবিধা ও অভিজ্ঞতা পাবেন।”
পণ্য বাজারজাত কার্যক্রম শুরুর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান, ডিএমডি নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডিএমডি মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান।