এই প্ল্যাট থেকে দৈনিক ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার। ২০২৫ সালের অক্টোবের এই প্ল্যান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
Published : 15 Jun 2023, 02:47 PM
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২০ জুলাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ঢাকার আমিন বাজারে এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে 'বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট' এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।
তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেওয়া হবে।
সেজন্য ৩৩৬ কোটি টাকা ব্যয়ে আমিন বাজারে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।
তিনি বলেন, চুক্তির আওতায় প্রতিদিন তিন হাজার টন বর্জ্য সরবরাহ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের এখানে কোনো আর্থিক বিনিয়োগ থাকবে না। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ বিভাগ।
ওই প্ল্যাট থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার। ডিজেল থেকে উৎপাদিত বিদ্যুতের তুলনায় এর দাম কম হবে। আশা করা হচ্ছে ২০২৫ সালের অক্টোবের এ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আমিন বাজারের মত একই ধরনের উদ্যোগ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এগুলো প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একইভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।
মেয়র জানান, বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দিনে সাড়ে তিন হাজার টন মিশ্র বর্জ্য তৈরি হচ্ছে। নির্মাণ সামগ্রী, হিউম্যান ও অ্যানিম্যাল বডি বাদ দিয়ে অন্যান্য বর্জ্য প্ল্যান্টে সরবরাহ করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “আমরা বর্জ্য থেকে তৈরি বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার উপরে পড়বে। সরকার এখানে একটা সাবসিডি (ভর্তুকি) দেবে।”