এসব শাখা থেকে ৬ মাস পর্যন্ত কোনো সুদ ছাড়াই কিস্তিতে পণ্য কেনার সুযোগ মিলছে।
Published : 26 Jun 2023, 05:57 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাঁওয়ে এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে চালু হলো ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, সম্প্রতি কুলিয়ারচর উপজেলার থানা রোডে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে ওয়ালটন প্লাজার নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর। এর আগে রূপগঞ্জের ডহরগাঁওয়ে ওয়ালটন প্লাজার আরেকটি শাখার উদ্বোধন করা হয়।
ওয়ালটন জানিয়েছে, এসব প্লাজা থেকে ক্রেতারা এখন সহজে সাশ্রয়ী দামে ওয়ালটনের মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ সব ধরনের ইলেকট্রনিকস পণ্য কিনতে পারছেন। এসব শাখা থেকে ৬ মাস পর্যন্ত কোনো সুদ ছাড়াই কিস্তিতে পণ্য কেনার সুযোগ মিলছে।