মানহীন পণ্য: পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা

র‌্যাবের এ অভিযান চলে ১৩ ঘণ্টা ধরে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 01:49 PM
Updated : 21 March 2024, 01:49 PM

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও সাভার এলাকায় মানহীন পণ্যের পাঁচ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সকাল ১০টা থেকে টানা ১৩ ঘণ্টা অভিযান চালিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

র‌্যাব-১০ জানিয়েছে, পচা, নষ্ট, লেবেলবিহীন খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় এ জরিমানা করা হয়।                                                                                           

এর মধ্যে হাবিবা ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা, সাইফুল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা, আরটিআর ক্যাবল লিমিটেডকে ৩ লাখ টাকা, বেটকো পাওয়ার লিমিটেডকে ৫ লাখ টাকা এবং সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।