চিনির প্যাকেটে বেশি দাম লেখা, ইগলুকে জরিমানা

বাজারে অন্যান্য ব্র্যান্ডের চিনির প্যাকেটেও বাড়তি দাম দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 06:53 PM
Updated : 20 Nov 2022, 06:53 PM

সরকারের কোনো ঘোষণা না থাকলেও চিনির খুচরা মূল্য ৯৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮ টাকা করায় আব্দুল মোনেম সুগার রিফাইনারির ব্র্যান্ড ইগলুকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয় বলে সহকারী পরিচালক (অভিযান) মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৬ ন‌ভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে কারওয়ান বাজারে তদারকি অভিযান হয়। সেখানে ইগলু ব্র্যান্ডের এক কেজি চিনির প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১০৮ টাকা লেখা দেখা যায়।

Also Read: সয়াবিন-চিনি পরিশোধনকারীদের দরেই, নীরব বাণিজ্য মন্ত্রণালয়

“অথচ সরকার নির্ধারিত মূল্য প্রতিকেজি ৯৫ টাকার বেশি। ফলে এ নিয়ে আব্দুল মোনেম রিফাইনারিকে ভোক্তা অধিকার কার্যালয়ে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়। তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে চিনি বিক্রির বিষয়টি স্বীকার করেছে। এই অপরাধে তাদেরকে এক লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।”

এদিকে গত বৃহস্পতিবার সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির মূল্য কেজিতে ১৩ টাকা বাড়িয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। তবে এ বিষয়ে অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধির বক্তব্য জানা যায়নি। জরিমানার বিষয়ে আব্দুল মোনেম সুগার রিফাইনারির বক্তব্যও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ইগলু ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের চিনি এক কেজি প্যাকেটের গায়ে ১০৮ টাকা লেখা দেখা গেছে।

অন্যদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে কি না, এ প্রশ্নের উত্তরে হাসানুজ্জামান বলেন, “নির্দেশ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”