আন্দোলনের মুখে গত ১২ অগাস্ট পদত্যাগ করেন মাসুদ বিশ্বাস। এরপর প্রায় পাঁচ মাস বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তার পদটি ফাঁকা ছিল।
Published : 10 Jan 2025, 01:00 AM
আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন এ এফ এম শাহীনুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাকে দুই বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিন পর গত ৭ অগাস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করেন সংস্থাটির কর্মকর্তারা।
তাদের দাবি ছিল গভর্নর, ডেপুটি গভর্নর, পলিসি উপদেষ্টা ও বিএফআইইউর প্রধান কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে।
ওই দিন বিএফআইইউয়ের তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাসকে বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেতে বাধ্য করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এর পাঁচ দিন পর (১২ অগাস্ট) পদত্যাগ করেন মাসুদ বিশ্বাস। এরপর প্রায় পাঁচ মাস বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তার পদটি ফাঁকা ছিল।