Published : 30 Aug 2024, 12:29 AM
রপ্তানি কমলেও আওয়ামী লীগ সরকারের শেষ অর্থবছরে আমদানি নিয়ন্ত্রণের প্রভাবে গত অর্থবছরের জুলাই থেকে মে সময়কালে বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ১৮ দশমিক ০৭ শতাংশ; অর্থের হিসাবে যা ৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যালেন্স অব পেমেন্টে (বিওপি) এ তথ্য প্রকাশ করেছে।
এই হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ২৭ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
রপ্তানি আয়ের তথ্য প্রকাশ নিয়ে জটিলতার মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম বার মাসের (জুলাই- জুন) আর্থিক লেনদেনে ভারসাম্যের তথ্য প্রকাশ করে।
এতে দেখা যায়, গত অর্থবছরের ১২ মাসে বাণিজ্য ঘাটতি কমলেও আগের মাসের চেয়ে জুলাই মাসে ঘাটতি বেড়েছে ২ দশমিক ২১ বিলিয়ন ডলার।
রপ্তানি কমলেও এই অর্থবছরে ১০ দশমিক ৬০ শতাংশ আমদানি কমায় বাণিজ্য ঘাটতির চাপ কমেছে।
গত অর্থবছরের জুলাই-জুন সময়ে আমদানির পরিমাণ ছিল ৬৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরের একই সময় যা ছিল ৭০ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
রপ্তানিও কমেছে
২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। গেল অর্থবছরে রপ্তানি আয় আসছিল ৪০ দশমিক ৮১ বিলিয়ন ডলার। আর তার আগের অর্থবছরে তা ছিল ৪৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “আমদানি সংকুচিত করে ব্যালেন্স অব পেমেন্টের উন্নতি দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। আবার রপ্তানিও কমেছে। আগের ব্যবস্থাপনায় নানা রকম অরাজকতা ছিল। এ সরকার তা ঠিক করবে বলে আমি আশা করি।”
সার্বিক লেনদেন ভারসাম্যেও ঘাটতি কমেছে
২০২৩-২৪ অর্থবছরের সার্বিক লেনদেনেও ঘাটতি কমেছে। এ সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৮ দশমিক ২ বিলিয়ন ডলার।
বিদেশি বিনিয়োগ কমেছে
গত অর্থবছরের প্রথম ১২ মাসে কমেছে মোট সরাসরি বিদেশি বিনিয়োগও। এ সময় বিদেশি বিনিয়োগ কমেছে ৬ দশমিক ১ শতাংশ।
এ সময়ে বিদেশি বিনিয়োগ দাঁড়ায় ৪ দশমিক ০১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময় যা ছিল ৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।