যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনে প্রতি সপ্তাহে মোটরসাইকেল, ফ্রিজ ও এসিসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
Published : 15 Jun 2024, 09:08 PM
এবারের কোরবানির ঈদ ঘিরে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ‘ডাবল খুশি’ অফারে ২২৮ লিটার ফ্রিজ ও ১৫০ সিসি মোটরসাইকেল পেয়েছেন দুজন।
শনিবার যমুনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়ার মো. রাজা মিয়া এসি কিনে জিতেছেন ২২৮ লিটারের ফ্রিজ। অপরদিকে যুমনার ফ্রিজ কিনে ১৫০ সিসি পেগাসাস মোটরসাইকেল জিতেছেন টাঙ্গাইলের কালিহাতির মো. মোতালেব হোসেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্ল্যা সেলিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডাবল খুশি’ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে প্রতি সপ্তাহে মোটরসাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি ও ওভেনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে গ্রাহকদের। সেইসঙ্গে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে।
এছাড়া ২০ শতাংশ ডাউন পেমেন্টে ছয় মাস, নয় মাস, ও এক বছর মেয়াদের সহজ কিস্তি সুবিধা ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধাও পাচ্ছেন ক্রেতারা।
যমুনার ব্র্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাবিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ শরিফুল ইসলাম ও যমুনা প্লাজার এরিয়া ম্যানেজার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।