“আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পুরো রোজার মাসে সুলভ মূল্যে ডিম ও মুরগি বিক্রি করব,” বলেন ওয়াপসা-বিবি সভাপতি।
Published : 13 Feb 2025, 08:12 PM
মার্চে রোজার মধ্যে ডিম ও মুরগির মাংসের দাম ‘সহনশীল পর্যায়ে’ রাখতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন ‘ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি মসিউর রহমান।
তিনি বলেন, “আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পুরো রোজার মাসে সুলভ মূল্যে ডিম ও মুরগি বিক্রি করব।”
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে যোগ দিয়ে এ কথা বলেন মসিউর রহমান।
তিনি বলেন, “অল্প সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, খামার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ঘটাতে হবে এবং গবেষণা কাজে ব্যয় বৃদ্ধি করতে হবে। এজন্য সরকারকে পোলট্রি শিল্পের প্রতি বিশেষ নজর দিতে হবে।”
অনুষ্ঠানে ‘ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ (বিএবি) সভাপতি মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে বাজারে সাড়ে ১০ টাকায় ডিম বিক্রি হচ্ছে। রোজায় তা আরও কমতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, “এ লোকসান সামাল দেওয়া তৃণমূল খামারিদের পক্ষে সম্ভব নয়। তাই তাদের সাহায্যে সরকারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।”
সেমিনারে বলা হয়, আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ১৩তম ‘আন্তর্জাতিক পোলট্রি মেলা’ হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। যাতায়াতের জন্য কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট থেকে বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থা রাখা হবে।