চিনির দাম আবারও বাড়ল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে দাম বাড়ানোর কথা বলছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 11:15 AM
Updated : 26 Jan 2023, 11:15 AM

চিনির দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে পরিশোধন কোম্পানিগুলো।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বাণিজ্য সচিবের কাছে চিঠি দিয়ে চিনির নতুন দাম জানিয়েছে।

তাতে প্রতি কেজি খোলা চিনির দাম পাঁচ টাকা বেড়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম চার টাকা বেড়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য বাজারে প্রকৃত দাম এর চেয়ে বেশি। চলতি সপ্তাহেও ঢাকার খোলা বাজারে প্রতিকেজি চিনি ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এর আগে গত নভেম্বর খোলা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা, আর প্যাকেট চিনি ১০৮ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-

Also Read: চিনির মজুদ আছে, তবে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত: টিপু মুনশি

Also Read: চিনির সঙ্কটের ৩ কারণ দেখালেন ব্যবসায়ীরা

Also Read: বাজারের চিনি গেল কোথায়?

Also Read: চিনি উৎপাদন কমেছে, গ্যাস সংকটকে দুষছে সিটি ও ফ্রেশ গ্রুপ

Also Read: চিনির দাম কেজিতে বাড়ল ৬ টাকা

Also Read: দেশি চিনির দাম বাড়ল কেজিতে ১৪ টাকা