পোস্টপেইড বিদ্যুৎ মিটারের বিল দেওয়ার সময় ২০ থেকে বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে, বলেন তিনি।
Published : 24 Jul 2024, 11:28 PM
ঘূর্ণিঝড়ে রেমালে ক্ষতিগ্রস্ত সাগরে ভাসমান এলএনজি টার্মিনালটি দুই মাসেও ঠিক হয়নি। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এটি সচল হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এই টার্মিনাল গ্যাস সরবরাহে যুক্ত না হওয়ায় সংকট এখনও কাটেনি। প্রতিমন্ত্রী বলেছেন, এখন ৭০০ এমএমসিএফডি গ্যাস কম আসছে।
গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বঙ্গোপসাগরে দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করতে সিঙ্গাপুর নেওয়া হয়। তখন এটি চালু হতে এক মাস সময় লাগবে বলে জানানো হয়েছিল। এরপর আরও দুই দফা সময় বাড়িয়েও ঠিক করা যায়নি। সিঙ্গাপুর থেকে ফিরে এলেও এটির মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা যাচ্ছে না।
বুধবার সচিবালয়ে নসরুল হামিদ বলেন, ”আমরা আগেই বলেছি যে গ্যাসের একটা সমস্যা হয়েছে। এফএসআরইউ একটা কাজ করছে না ফলে ৭০০ এমএমসিএফডি গ্যাস কম আসছে। তারপরেও আমরা রীতিমতো চালু রেখেছি। আমরা আশা করছি ২৯/৩০ তারিখের মধ্যে এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট) সমস্যাটা মিটে যাবে।”
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ধৈর্য ধারণ করার জন্য তিনি গ্রাহকদের ধন্যবাদ দেন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংহিসতার ঘটনায় বিদ্যুৎ বিভাগের বেশ কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, ”গত কয়েকদিন ধরে বিএনপি-জামায়াত ও শিবির সন্ত্রাসী কাজ করেছে। তার মধ্যে বিদ্যুৎ বাদ যায়নি। বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগুলো তারা ছাড় দেয়নি।
”বিশেষ করে সিলেটে ও বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমাদের কাছে ফুটেজ আছে। আমরা ধীরে ধীরে তাদেরকে আইনের আওতায় আনব।”
বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামোগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি অন্য দেশের মত ‘ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ফোর্স’ করার বিষয়ে চিন্তাভাবনা করার কথা তুলে ধরেন।
পোস্টপেইড বিদ্যুৎ মিটারের বিল দেওয়ার সময় ২০ থেকে বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন