বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নগদের নতুন পর্ষদ বৈঠক।
Published : 23 Sep 2024, 12:51 AM
নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ নগদ পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার গভর্নর আহসান এইচ মনসুর মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানিটির নতুন গঠন করে দেওয়া পর্ষদকে (ম্যানেজমেন্ট বোর্ড) এ বিষয়ে স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন।
সভার পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নগদের ম্যানেজমেন্ট দল বৈঠক করেছে। গভর্নর তাদের বলেছেন, ম্যানেজমেন্ট বোর্ড স্বতন্ত্রভাবে যে সিদ্ধান্ত সমীচীন মনে করবে তাই গ্রহণ করবে।”
সরকারে পালাবদলের পর নগদের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর বর্তমান ব্যবস্থাপনাকে সহায়তা করতে ‘ম্যানেজমেন্ট বোর্ড’ নামের এ পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।
পাঁচ সদস্যের এ পর্ষদের চেয়ারম্যান করা হয় বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করে দেওয়া প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে এ পর্ষদ গঠন করে দেওয়ার কথা বলে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চলতি বছর ২১ অগাস্ট নগদের আগের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে। তাকে সহায়তা করতে ছয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
নগদে এবার 'ব্যবস্থাপনা পর্ষদ' দিল বাংলাদেশ ব্যাংক