২০২৩ সালে মোট ১০৪ কোটি টাকা মুনাফা করেছিল মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।
Published : 29 Oct 2024, 11:25 PM
মোবাইলে সেবাদাতা কোম্পানি বিকাশ চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২১৮ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪৭ শতাংশ বেশি।
বিকাশ ২০২৩ সালে মোট ১০৪ কোটি টাকা কর পরবর্তী মুনাফা করেছিল। এবার তিন প্রান্তিকেই সেটির দ্বিগুণের বেশি মুনাফার তথ্য সামনে এল।
দেশের বৃহত্তম এই এমএফএস কোম্পানির আগের বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে নিট মুনাফা করেছিল ৮৮ কোটি টাকা।
মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া যায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি এদিন জানুয়ারি থেকে সেপ্টেম্বর তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে সহযোগী কোম্পানি হিসেবে বিকাশের নিট মুনাফার তথ্য দেওয়া হয়।
এ বিষয়ে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর কোম্পানিটির দীর্ঘমেয়াদী পুঁজি বিনিয়োগ ও প্রবৃদ্ধির কৌশল গ্রহণের কথা তুলে ধরেন।
বিকাশকে গ্রাহককেন্দ্রিক ফিনটেক কোম্পানি হিসেবে তুলে ধরে তিনি প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, কোটি গ্রাহকসহ সব অংশীদারদের ’ডিজিটাল লিটারেসি’ বাড়াতে ১৩ বছর ধরে ধারাবাহিক বিনিয়োগ করার কথা তুলে ধরেন।
“এই কৌশলগত বিনিয়োগই বিকাশকে দেশের সবচেয়ে বড় ডিজিটাল আর্থিক সেবার প্ল্যাটফর্ম হিসেবে পরিণত করেছে। অর্জন করেছে সক্রিয় কোটি গ্রাহকের আস্থা, তৈরি করেছে দেশব্যাপী শক্তিশালী এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক। আর এসব উদ্যোগই ধারাবাহিকভাবে রাজস্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।”
২০১১ সালে ব্র্যাক ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা বিকাশ দেশের মোবাইল ব্যাংকিং তথা মোবাইল ফোনে আর্থিক সেবার প্রসারে বড় ভূমিকা রাখে। এরপর আরও অনেক কোম্পানি এ খাতে বিনিয়োগে আসে।