ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 02 Sep 2021, 09:42 PM
অর্থ আত্মসাতের মামলায় পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তিনজনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছিল।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বন্দি রাখার আবেদন তদন্ত কর্মকর্তা করলে মহানগর হাকিম বাকি বিল্লাহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন আসামির অন্যজন হলেন ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্লাহ।
অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ১৭ অগাস্ট ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থা্নায় মামলা করেন তাহেরুল ইসলাম নামে এক ব্যক্তি।
সেই মামলায় সেদিনই সোনিয়া ও মাসুকুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন। পরে আমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর আদালতের অনুমতি পেয়ে তিনজনকেই কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলায় সোনিয়া, মাসুকুর, আমান উল্লাহ ছাড়াও বিথী আকতার, কাওসার নামের দুজনকে আসামি করা হয়।