এই অফারে প্রথমবার বিকাশ ব্যবহার করে পল্লী বিদ্যুতের ৫০০ টাকা বা তার বেশি বিল পরিশোধ করলে ২০ টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা।
Published : 19 Jan 2025, 09:15 PM
গ্রাহকদের ‘ডিজিটাল’ লেনদেনে আগ্রহী করতে ‘ক্যাশব্যাক অফার’ দিচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
এই অফারে প্রথমবার বিকাশ ব্যবহার করে পল্লী বিদ্যুতের ৫০০ টাকা বা তার বেশি বিল পরিশোধ করলে ২০ টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইন চলাকালে একবারই এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে। অফারটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিকাশ বলছে, লাইনে দাঁড়িয়ে বিল দেওয়ার পরিবর্তে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতির বিল বিকাশ অ্যাকাউন্ট থেকে ঘরে বসে পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।
পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে বিকাশে টাকা এনে তাৎক্ষণিক বিল পরিশোধ এবং দেশজুড়ে বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ রয়েছে।
গ্রাহকরা তাদের সব ধরনের বিলের বিবরণই দেখতে পারছেন বিকাশ অ্যাপে। দেশের যেকোনো স্থান থেকে বিল পরিশোধের এ সুবিধা পল্লী বিদ্যুতের চার কোটি গ্রাহকের পৌঁছে দিয়েছে বিকাশ।