এ কোর্স ব্যাংকিং খাতে দক্ষ মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
Published : 24 Jun 2023, 11:50 PM
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সার্টিফিকেশন কোর্সের সনদ পেলেন ৪৩৮ জন ব্যাংকার।
শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ কে এন আহমেদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সার্টিফিকেশন কোর্স ব্যাংকিং খাতে দক্ষ মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, “ব্যাংকিং খাত একটি জ্ঞানভিত্তিক এবং গতিশীল খাত। এখানকার প্রফেশনালদের সবসময় আপডেটেড থাকতে হয়। ব্যাংকিং খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরি অত্যাবশ্যক হয়ে পড়েছে।”
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন বলেন, “ব্যাংকাররা এমন একটি সময়ে সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন, যখন আমাদের চারপাশের বিশ্ব পরিবর্তনের একটি অবস্থায় রয়েছে। ব্যাংকিং খাতে, বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলিতে একটি অভূতপূর্ব পরিবর্তন হয়েছে।”
অন্যদের মধ্যে বিআইবিএম মহাপরিচালক আখতারুজ্জামান, পরিচালক শিহাব উদ্দিন খান অনুষ্ঠানে বক্তব্য দেন।