সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি।
Published : 24 Oct 2023, 02:08 PM
দেশের খাদ্য পরিস্থিতি বিবেচনায় সাধারণ চালের পাশাপাশি সুগন্ধি চাল রপ্তানিতে ফের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সরকারের কৃষি মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এ সিদ্ধান্ত নেওয়ার পর কৃষি মন্ত্রণালয়ের নীতি-৫ শাখা থেকে নিষেধাজ্ঞা বাস্তবানের জন্য চিঠিও পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান; বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন নৌ পরিবহন এবং খাদ্য সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যানকে ওই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভা বসে। যেখানে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো ধরনের চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর কৃষি সচিবের সভাপতিত্বে ‘কৃষিপণ্য রপ্তানির সমস্যা ও সমাধানের কৌশল' সংক্রান্ত সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল বা সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত হয়।
রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে সব সময় চাল রপ্তানি নিষিদ্ধ থাকলেও সরকারের অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানি করার সুযোগ ছিল।
২০২১ সালের জুলাইয়ে ২৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার।
পরের বছর ২০২২ সালে ফেব্রুয়ারিতে সুগন্ধি চাল রপ্তানিতে ফের নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু কয়েক মাস আগে ফের সুগন্ধি চাল রপ্তানি উন্মুক্ত করে দিয়েছিল সরকার। এখন আবার রপ্তানি বন্ধ করল সরকার।