বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
Published : 28 Oct 2024, 07:18 PM
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘চিকিৎসা সেবা চুক্তি’ সম্পন্ন হয়েছে।
ঢাকার বাংলামোটরে সোমবার হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে হামদর্দ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।
হামদর্দের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং ইনসাফ বারাকাহ হসপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এম ফখরুল ইসলাম সই করেন।
এ সময় হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (বিপণন) হাকিম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আব্দুল মজিদ, উপ পরিচালক (প্রশাসন) ও পরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রটোকল ও এস্টেট মিজানুর রহমান, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ আবু ইউছুফ আবদুল হক উপস্থিত ছিলেন।
অপরদিকে বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম রহুল আমিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার মহা. হাফিজুর রহমান, সহকারী ম্যানেজার এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর নজরুল ইসলাম শাওন চৌধুরী, সাদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।