মোহাম্মদ হাতেম এতদিন সংগঠনটির নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
Published : 25 Aug 2024, 06:40 PM
ক্ষমতা বদলের হাওয়ায় ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসার মধ্যে রপ্তানি খাতের আরেক সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্ব নিলেন মোহাম্মদ হাতেম।
এর মাধ্যমে গত ১৪ বছর ধরে সভাপতি হিসেবে থাকা কেএম সেলিম ওসমান যুগের অবসান হল সংগঠনটিতে।
মোহাম্মদ হাতেম এতদিন সংগঠনটির নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
গত সরকারের সময়েও সংসদ সদস্য হওয়া সেলিম ওসমান নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিক শামিম ওসমানের ভাই।
সব শেষে ২০২৩-২৫ মেয়াদের জন্য গত বছরের জুলাইতে সপ্তম বারেরমত বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিকেএমইএর সভাপতি হন সেলিম ওসমান।
রোববার বিকেএমইএর ঢাকা কার্যালয়ে পরিচালক পর্ষদ সভা অনুষ্ঠিত হয় বলে সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “শারীরিক অসুস্থতার কারণে বিকেএমইর সাবেক সভাপতি একেএম সেলিম ওসমান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। বিকেএমইএ পরিচালনা পর্ষদের প্রতি লিখিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।”
সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ফজলে শামীম এহসান নতুন পর্ষদের নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে এসেছেন মনসুর আহমেদ। সহসভাপতি হিসেবে আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব, মোহাম্মদ রাশেদ।
একদিন আগে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকরক সমিতি, বিজিএমইএ সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান ডিজাইন টেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, যিনি এ পর্ষদে জ্যেষ্ঠ সহাসভাপতি ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে তৈরি হওয়া গণ অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আশ্রয় নেন।
সরকার ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা আত্মগোপনে চলে যান। এরপর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যবসায়ীক সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে।
সেই দাবির মুখে বড় দুটি সংগঠনের নেতৃত্ব পরিবর্তন এলো।
উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইতেও পরিবর্তনের দাবি চলছে।