রফিকুল ইসলাম ডিজাইন টেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
Published : 24 Aug 2024, 11:16 PM
ক্ষমতার পালাবদলের হাত ধরে পরিবর্তনের হওয়ায় আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি।
শনিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজিএমইএর পর্ষদ বৈঠকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
সংগঠনটির নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার রফিকুল ইসলামকে, যিনি পর্ষদের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।
রফিকুল ইসলাম ডিজাইন টেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বিজিএমইএর অন্যতম পরিচালক মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভাপতির পদ থেকে আব্দুল মান্নান কচি পদত্যাগ করায় পরিচালকরা নতুন করে ভাইস-প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দিয়েছেন।”
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ব্যবসায়িক সংগঠনগুলোতেও নেতৃত্বের পরিবর্তনের দাবি উঠতে থাকে।
সবশেষ গত ১৯ অগাস্ট বিজিএমএইর বর্তমান পরিচালক পর্ষদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচনের দাবি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন সদস্যদের একাংশের জোট ‘ফোরাম’ প্যানেলের মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী ।
সরকার পতনের পর গত ৭ অগাস্ট পর্ষদ ভেঙে দেওয়া ও নতুন করে সঠিক ভোটার তালিকায় নির্বাচন চেয়েছিলেন বিজিএমইএর সবশেষ নির্বাচনে হেরে যাওয়া ‘ফোরামের’ প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি আগের কমিটির পরিচালক ও একবার সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ সেদিন বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকমকে বলেছিলেন, “গত ১৮ দিনের মতো হলো উদ্ভুত পরিস্থিতিতে বিজিএমইএর কোনো তৎপরতা নেই। উদ্যোক্তারা আমাদের কাছে আসছেন। তাই এই বোর্ডের সংস্কার আমরা চাই।’’
তিনি বলেন, “আমরা দাবি করেছি, গত নির্বাচন নিয়ন্ত্রিত পরিবেশে হয়েছে। আমরা এখন সঠিক ভোটার তালিকায় নতুন নির্বাচন চাই।”
এখন নতুন সভাপতি দায়িত্ব নেওয়ায় সিনিয়র সহ-সভাপতির পদে এসেছেন সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসা আব্দুল্লাহ হিল রাকিব ও সহ-সভাপতির দায়িত্ব পেছেন পরিচালক আসিফ আশরাফ।
নতুন কমিটিতে জায়গা পাওয়া অন্য সহ-সভাপতিরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, আরশাদ জামাল (দীপু), নাসির উদ্দিন (অর্থ), মিরান আলী ও রকিবুল আলম চৌধুরী।
চলতি বছরের গত মার্চে বিজিএমইএর নির্বাচনে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ‘সম্মিলিত পরিষদ’ এর প্যানেল বিজয়ী হয়।
বিজিএমইএ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানিমূখী তৈরি পোশাক খাতের নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন।
কার্যক্রমে অস্থিরতা বা যথাসময়ে নির্বাচন না হওয়ার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হলে বাণিজ্য সংগঠন আইন ২০২২ অনুযায়ী, নিবন্ধিত সংগঠনের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। সেই দাবিটি করেছিল ‘ফোরাম’ প্যানেল।
পরে বিজিএমইএ মহাসচিব ফয়জুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে বিজিএমইএর সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন মান্নান কচি।
শনিবার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভায় তা অনুমোদন করা হয়।