“এখন কাউকে আর কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না, ভোগান্তি পোহাতে হয় না,” বলেন সহজের চিফ বিজনেস অফিসার।
Published : 24 Feb 2025, 06:00 PM
হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সহজে অনলাইনে টিকেট কাটার সুযোগে মানুষের জীবন বদলে গেছে বলে দাবি করছে অনলাইনে টিকেট বিক্রির প্ল্যাটফর্ম সহজ।
সোমবার ঢাকার একটি হোটেলে মতবিনিময় সভায় কোম্পানির চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, “এখন ঈদের আগে টিকেট বিক্রি শুরু হলেও কমলাপুর রেল স্টেশন ফাঁকা থাকে। অথচ আগে ঈদের টিকেট বিক্রির সময় সাত দিন মানুষের ভিড় থাকত।
“সকালের টিকেট নিতে আগের দিন থেকে অপেক্ষা করতে হত কাউন্টারে। এখন কাউকে আর কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না, ভোগান্তি পোহাতে হয় না। এভাবেই মানুষের জীবন বদলে দিয়েছে অনলাইন টিকেটিং সিস্টেম।”
‘টিকেটিং টু ট্রান্সফর্ম লাইভস’ শীর্ষক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সহজের কর্মকর্তারা।
সহজের চিফ অপারেটিং অফিসার সন্দীপ দেবনাথ, পরিচালক (টিকেটস) শাকিল জোয়াদ রহিম, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আমিনুল হক, মার্কেটিং হেড উত্তম মজুমদার সভায় উপস্থিত ছিলেন।
অনলাইনে ট্রেনের টিকেট ব্যবস্থাপনার জন্য ২০২২ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সহজ। ট্রেনের টিকেট ছাড়াও অনলাইনে বাস, লঞ্চ টিকেটও বিক্রি করছে সহজ।