ব্যাংক খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে তার।
Published : 25 Feb 2025, 07:40 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেট অ্যান্ড করপোরেট সেলসের দায়িত্ব পেয়েছেন সাবাহ সালেহীন আজিম।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন সালেহীন আজিম। সবশেষ ‘হেড অব করপোরেট সেলস, গ্লোবাল সাবসিডিয়ারিজ ফর বাংলাদেশ’ হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে ও বিদেশে ব্যাংক খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে তার। উইমেনস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “তার দায়িত্বগ্রহণে আমরা আনন্দিত। দীর্ঘদিন ধরে তিনি অসাধারণ নেতৃত্বগুণ ও বাজার বিশ্লেষণের দক্ষতা প্রমাণ করেছেন। তার দক্ষতা ও কর্মীদের ক্ষমতায়নে প্রতিশ্রুতি আমাদের ব্যাংকের উন্নয়নকে আরও এগিয়ে নেবে বলে বিশ্বাস করি।”