জোট গঠন করলেও নিজ নিজ প্রতিষ্ঠানের নামে নিজ দেশে ব্যবসা করবে শপআপ ও সারি।
Published : 09 Apr 2025, 07:19 PM
পণ্য বিপণনকারী দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘শপআপ’ ও সৌদি আরবের একই ধরনের প্রতিষ্ঠান ‘সারি’ একীভূত হয়ে গঠন করল ‘সিল্ক গ্রুপ’।
এরই মধ্যে গ্রুপটি ১ হাজার ৩০০ কোটি টাকার বড় বিনিয়োগ পেয়েছে বলে বুধবার শপআপ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
সৌদি সরকারের সর্ববৃহৎ বিনিয়োগ তহবিল পিআইএফ-এর সানাবিল ইনভেস্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী পিটার থিয়েল এর কোম্পানি ভ্যালার ভেঞ্চারস এর কাছ থেকে এই বিনিয়োগ এসেছে।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান বিনিয়োগ সম্মেলনে দেশি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অঙ্গনে জোট বাঁধার খবরটি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ পাওয়ার মাধ্যমে দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান শপআপ এখন বৈশ্বিক অঙ্গনে পা রাখল।
বাংলাদেশে কাজ করা বহুজাতিক কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও তাদের মুনাফা নেওয়ার বিষয়ে তিনি বিদেশি বিনিয়োগকারীদের ধারণা দিচ্ছিলেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার সময়ে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন গ্লোবাল গড় রিটার্নের চেয়ে বেশি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোক্তা বাজার রয়েছে। এখানে বিনিয়োগ করলে পার্শবর্তী সেভেন সিস্টারসহ, নেপাল, ভূটান, মিয়ানমার, চীন ও শ্রীলঙ্কাতেও পণ্য রপ্তানি করার সহজ সুযোগ আছে।”
শপআপ বলেছে, সিল্ক গ্রুপ পণ্য বিপণন ও অর্থায়ন নিয়ে কাজ করবে। জোট গঠন করলেও নিজ নিজ নামে নিজ দেশে ব্যবসা করবে শপআপ ও সারি। তবে সিল্কের অবকাঠামো ব্যবহার করবে উভয় প্রতিষ্ঠানই। নিজ অঞ্চলের বাইরে সিল্ক গ্রুপ নামে কার্যক্রম চালাবে।
সৌদি আরবের রিয়াদভিত্তিক পণ্য বিপণনকারী কোম্পানি সারি সৌদি আরব, মিশর ও পাকিস্তানে ব্যবসা করে।
শপআপ ও সারি এখন পর্যন্ত ছয় লাখের বেশি খুচরা বিক্রেতা, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও পাইকারদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে।
শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “এই জোট তৈরির মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোরগুলোর একটিতে প্রবেশ করছি, যার আকার ৬৮২ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
“এই অঞ্চলের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও ভোক্তাদের কাছে আমরা বৈশ্বিক পণ্য পৌঁছে দিতে পারব- ভবিষ্যতের বৈশ্বিক বাজারে সিল্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।”
সিল্ক এর ফাইন্যান্সিয়াল প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারি বলেন, “আমাদের শক্তিগুলো একত্রিত করে আমরা শুধু আমাদের ব্যবসার পরিসর বাড়াচ্ছি না বরং গালফের ব্যবসায়ী ও দক্ষিণ এশিয়ার উৎপাদকদের জন্য ডিজিটাল বাণিজ্যের সংজ্ঞাই বদলে দিচ্ছি।
“এই অংশীদারিত্ব দুই দেশের বিস্তৃত আঞ্চলিক অভিজ্ঞতা ও বিশ্বমানের প্রযুক্তির মত সেরা দিকগুলোকে একত্র করেছে। এর ফলে আমাদের ইকোসিস্টেমের প্রতিটি ব্যবসা উপকৃত হবে যার মূল উপাদান হিসেবে থাকবে আর্থিক সেবা।”
ভ্যালার ভেঞ্চারস-এর প্রতিষ্ঠাকালীন পার্টনার জেমস ফিটজজেরাল্ড বলেন, “বর্তমানে বিশ্বে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের একটি চমকপ্রদ অর্থনৈতিক সম্ভাবনার গল্প রয়েছে। এই একীভূত হওয়া একটি সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা এই বাজারগুলোকে দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযুক্ত একটি নতুন বাণিজ্যিক ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দুতে স্থাপন করবে।”