এবছর আরও ১৫ হাজারসহ মোট ৫০ হাজারেরও বেশি কৃষক এমএফএসের মাধ্যমে আখ বিক্রির টাকা পাচ্ছে।
Published : 11 Jan 2025, 07:19 PM
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা আখ চাষিরা নিজেদের বিকাশ অ্যাকাউন্টে সময়মত আখের মূল্য পাওয়ায়, চাষে আগ্রহ বাড়ছে বলে দাবি করেছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানিটি।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, এর প্রভাব দেখা গেছে ২০২৪-২৫ অর্থবছরের আখ সংগ্রহে। এবছর আরও ১৫ হাজার কৃষকসহ মোট ৫০ হাজারেরও বেশি কৃষককে বিকাশে অর্থ পরিশোধ করা হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে চাষিদের আখ বিক্রির টাকা সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সঙ্গে চুক্তি সই করে বিকাশ।
“এর ফলে কৃষকরা একদিকে যেমন সময়মত আখের ন্যায্য মূল্য পেয়েছেন তেমনি সময় সাশ্রয় হওয়ায় আখ চাষের পাশাপাশি তারা সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও মনোনিবেশ করতে পেরেছেন। চিনিকল কর্তৃপক্ষের মতেও বিকাশের মাধ্যমে দ্রুত পেমেন্ট পাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়িয়েছে।”