পাইকারিতে বিদ্যুতের দাম কোথায় কত বাড়ল?

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবার পাইকারিতে বিদ্যুতের দাম ভারিত গড়ে ৮ দশমিক ০৬ শতাংশ হারে বেড়েছে।

ফয়সাল আতিকজ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 10:44 AM
Updated : 31 Jan 2023, 10:44 AM

ফেব্রুয়ারি মাসে ছয়টি বিতরণ সংস্থার তিন ধরনের গ্রিড লাইনের বিদ্যুতের পাইকারি দাম প্রতি ইউনিটে গড়ে ৫০ পয়সা করে বাড়িয়েছে সরকার; ফলে এবার পাইকারিতে বিদ্যুতের দাম ভারিত গড়ে ৮ দশমিক ০৬ শতাংশ হারে বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

দাম বাড়ানোর আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি লাইনের পাইকারি বিদ্যুতের দাম ছিল সর্বনিম্ন ৫ টাকা ৩৯ পয়সা। ফলে এই লাইনের বিদ্যুতের দামে নতুন করে ৫০ পয়সা যোগ করার পর এখানেই সর্বোচ্চ ৯ দশমিক ২৭ শতাংশ দাম বেড়েছে।

দেশে সবচেয়ে পুরোনো বিতরণ সংস্থা পিডিবি বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এর বাইরে জেলা ও মফস্বল অঞ্চলের জন্য পল্লী বিদ্যুৎ, ঢাকা শহরের জন্য ডেসকো ও ডিপিডিসি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য ওজোপাডিকো এবং উত্তরবঙ্গের জন্য নেসকো রয়েছে বিতরণের দায়িত্বে।

সোমবার বিদ্যুৎ বিভাগ থেকে জারি হওয়া গেজেট বিশ্লেষণ করে দেখা যায়, ছয়টি বিতরণ সংস্থার মধ্যে পিডিবির ক্ষেত্রে ৬ দশমিক ৮৩ শতাংশ, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে ৭ দশমিক ৪৭ শতাংশ, ডিপিডিসির ক্ষেত্রে ৬ দশমিক ৫৪ শতাংশ, ডেসকোর ক্ষেত্রে ৬ দশমিক ৫৩ শতাংশ, ওজোপাডিকোর ক্ষেত্রে ৭ দশমিক ৫৪ শতাংশ এবং নেসকোর ক্ষেত্রে ৭ দশমিক ০৬ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার পাইকারিতে বিদ্যুতের দাম ভারিত গড়ে ৮ দশমিক ০৬ শতাংশ হারে বেড়েছে।

বিদ্যুতের পাইকারি দামের ক্ষেত্রে এনার্জি চার্জ ছাড়াও বিদ্যুতের ব্যবহার প্রবণতা ও বেশ কয়েকটি কারিগরি বিষয়ের ভূমিকার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

পিডিবি

২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আগের ৬ টাকা ৭৮৯৫ পয়সা থেকে ৫০ পয়সা দাম বাড়িয়ে ৭ টাকা ২৮৯৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ।

পিডিবির নিজের জন্য তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর গড়ে ৬ দশমিক ৮৩ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

পল্লী বিদ্যুত

২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানেও দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আগের ৫ টাকা ৩৯২৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৮৯২৫ পয়সা করা হয়েছে; বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ।

সব মিলিয়ে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর ৭ দশমিক ৪৭ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

ডিপিডিসি

ডিপিডিসির ২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানেও দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আগের ৭ টাকা ৭২০০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ২২০০ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ।

সব মিলিয়ে ডিপিডিসির ক্ষেত্রে তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর ৬ দশমিক ৫৪ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

ডেসকো

২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানেও দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আাগের ৭ টাকা ৭৪৮০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ২৪৮০ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।

সব মিলিয়ে ডেসকোর ক্ষেত্রে তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর ৬ দশমিক ৫৩ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

ওজোপাডিকো

২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানেও দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আাগের ৬ টাকা ৬২৭৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৭ টাকা ১২৭৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ।

সব মিলিয়ে ডেসকোর ক্ষেত্রে তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর ৬ দশমিক ৮৯ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

নেসকো

নেসকোর ২৩০ কেভি লাইনের জন্য আগের ৭ টাকা ৬০৪০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১০৪০ করা হয়েছে। অর্থাৎ এখানেও দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

১৩২ কেভি লাইনে আগের ৭ টাকা ৬৩৩৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৩৩৫ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ।

৩৩ কেভি লাইনে আাগের ৬ টাকা ২০৫০ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৬ টাকা ৭০৫০ পয়সা করা হয়েছে। এখানে দাম বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ।

সব মিলিয়ে নেসকোর ক্ষেত্রে তিন ধাপে ৫০ পয়সা করে দাম বাড়ানোর পর সংস্থাটির ওপর ৭ দশমিক ০৬ শতাংশ হারে ভারিত গড়ে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে।

আরও পড়ুন-

Also Read: ফেব্রুয়ারির জন্য খুচরা বিদ্যুতের দাম বাড়ল ৫%